RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASEN NI MOHAMMAD NAZIM UDDIN BENGALI BOOK REVIEW

'RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASEN NI/ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি', ঢাকা থেকে বেশ দূরে সুন্দরপুর নামক মফঃস্বলের একটা resturant এর নাম। যেমন অদ্ভুত নাম, তেমনি রহস্যময় এই restaurant এর পরিবেশ এবং এর মালকিনের চরিত্র। নিছকই গ্রাহক অকৃষ্ট করার পন্থা? নাকি এই অদ্ভূত নামের আড়ালে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? পড়ুন MOHAMMAD NAZIM UDDIN/ মোহাম্মদ নাজিম উদ্দিন এর রোমহর্ষক BENGALI SUSPENSE THRILLER টির পাঠপ্রতিক্রিয়া আমার BOOKS REVIEWS ব্লগ

 

 

বইয়ের নাম- RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASEN NI/ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি

লেখক- MOHAMMAD NAZIM UDDIN/ মোহাম্মদ নাজিম উদ্দিন।

প্রকাশক- Abhijan Publishers (India)

প্রধান চরিত্রে- মুশকান জুবেরি, নূরে ছফা, আতর আলী প্রমূখ

RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASEN NI AMAZON Link-

 

 

RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASEN NI book summary/ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি সংক্ষিপ্তসার

 

প্রধানমন্ত্রীর অফিসের এক শীর্ষ আধিকারিকের নিকট আত্মীয় সহ পাঁচ জন যুবক হটাৎ করেই ঢাকা থেকে উধাও হয়ে যান। সরকারি তদন্তসূত্রে এদের মধ্যে দুজনের শেষ অবস্থান পাওয়া যায় ঢাকা থেকে বেশ দূরে সুন্দরপুর নামের এক মফঃস্বল শহরে।

 

আর পাঁচটা সাধারন মফঃস্বলের মত হলেও, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি বাকি ছোট শহরগুলির থেকে সুন্দরপুরকে একদম আলাদা করে রাখে। শহরে ঢোকার মুখে এই অদ্ভুত নামের রেস্তোরাঁ টা তার খাবারের স্বাদের জন্য বিখ্যাত

 

একদিন এই restaurant উপস্থিত হন নূরে ছফা নামের এক তরুন সাংবাদিক। Restaurant টির ambience আর cuisine তাকে মুগ্ধ করলেও তার আসল উদ্দেশ্য ছিল এই রেস্তরাঁর মালকিন মুশকান জুবেরির ব্যাপারে তত্ত্ব-তালাশ করা

মুশকান জুবেরি, এক রহস্যময় চরিত্র, অপরুপ সুন্দরী এই মহিলা স্থানীয় জমিদারবাড়ির বিধবা নাত-বউ, যদিও তার পরিচয় ইতিহাস সুন্দরপুরের মানুষের অজানা।মাত্র কয়েক বছর আগে সে এখানে এসে মুক্তিযুদ্ধের রাজনৈতিক গণ্ডগোলের সময়ে পরিত্যক্ত জমিদার বাড়ির পুনর্নির্মাণ করেন এবং প্রতিষ্ঠা করেন RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASEN NI নামের রেস্তোরাঁ টি। স্থানীয় লোকেদের জুবেরির সম্পর্কে চরম কৌতূহল থাকলেও, তার শীর্ষ মহলের রাজনৈতিক নেতা থেকে শুরু করে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সাথে আঁতাতের জন্য, কেউ তাকে ঘাটাতে সাহস করেনা। অনেকের মতে, সে আবার ডাইনি, black magic করে দূর-দূরান্ত থেকে গ্রহকদের রেস্তরাঁয় টেনে এনে খাওয়ারের সাথে অপদ্রব্য মিশিয়ে তাদের বশ করেন।

 

স্থানীয় পুলিশের এক খোচর আতর আলীকে নিয়ে নূরে ছফা, তার অনুসন্ধান অভিযানে উত্তীর্ণ হন। দূর্গসম জমিদার বাড়িতে এক রাতে চোরের মত ঢুকে তার প্রান সংশয় হয়, এবং এমন কিছু সন্দেহজনক ঘটনা তার নজরে আসে যা দেখে তিনি বুঝতে পারেন এক গহন ষড়যন্ত্র এই বাড়িতে লোকানো আছে যার সাথে মুশকান প্রত্যক্ষ ভাবে জড়িত।

 

কি সেই ষড়যন্ত্র? কে এই রহস্যময়ি মুশকান জুবেরি? নেহাৎ কাকতালীয় ভাবে কি পাঁচ জন যুবক সুন্দরপুরে এসে নিখোঁজ হন, নাকি এর নেপথ্যে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি কোনোভাবে দায়ী? নূরে ছফা নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলেও তার গতি-বিধি কর্মকাণ্ড, তার সম্পর্কে যথেষ্ট সন্দেহের উদ্রেক করে।কি তার আসল পরিচয়? এই সমস্ত রহস্য গুলিকে এক সূত্রে গেঁথে MOHAMMAD NAZIM UDDIN তার BENGALI THRILLER NOVEL, RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASEN NI, আমাদের উপহার দিয়েছেন।

 

RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASEN NI MOHAMMAD NAZIM UDDIN BENGALI BOOK REVIEW

RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASEN NI BOOK REVIEW/ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি পাঠপ্রতিক্রিয়া

 

                RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASEN NI/ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি নামটা প্রথম দেখেছিলাম একটা Bengali streaming app এর Facebook page, খুব শীঘ্রই এটা নিয়ে একটা বাংলা web series আসতে চলেছে। অদ্ভুত নামটা দেখেই বইটা পড়ার ইচ্ছে হয়।

 

গল্পের শুরুটা বেশ slow।লেখক MOHAMMAD NAZIM UDDIN/ মোহাম্মদ নাজিম উদ্দিন এখানে বেশ কিছুটা সময় নিয়েছেন কাহিনীর plot তৈরি করার জন্য।তিনি এখানে দুলকি চালে একের পর এক চরিত্র গুলিকে রঙ্গমঞ্চে উপস্থাপিত করেছেন।অন্যান্য Bengali suspense thriller এর সাথে RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASEN NI এর মূল তফাৎটা হল এর unpredictability।এখানে গল্পের বেশ কিছুটা অগ্রসর হয়েও অপরাধের আভাসটুকুও পাওয়া যায়না।কিন্তু কাহিনীর বয়স যতই বাড়তে থাকে ততই তা পরিনতি লাভ করে এক রুদ্ধশ্বাস থ্রিলার এ।

 

আমার কাছে যেকোনো thriller গল্পের সব থেকে উপভোগ্য বিষয় হল গল্পের চরিত্র গুলিকে study করা। বলতে দ্বিধা নেই যে এই বইয়ের প্রত্যেকটি চরিত্র নিজেদের ভুমিকায় একেবারে সফল উত্তীর্ণ হয়েছেন। তাই এই চরিত্র গঠনের parameter আমি MOHAMMAD NAZIM UDDIN কে full marks দেব।কেন্দ্রীয় চরিত্র রহস্যময়ী মুশকান জুবেরি, বুদ্ধিদীপ্ত তরুন সাংবাদিক নূরে ছফা, ধূর্ত police informer আতর আলী ছারাও পার্শ্বচরিত্র গুলিও পাঠকদের কাছে সমান ভাবে উপভোগ্য।

একটি অভিনব রহস্য গল্পের পাশাপাশি মুক্তিযুদ্ধের কিছুটা ইতিহাস, বাংলাদেশের শহরতলির সংক্ষিপ্ত বিবরন, সত্তর দশকের ইতিহাস আশ্রিত একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং ওর উত্তরজিবীদের রোমহর্ষক survival কাহিনী, এমনকি cannibalism এর মত বিষয়ও আছে এই বইতে। 

 

বইটার climax, Hollywood বা Bollywwodএর কোন Action Cinemaর মতই টানটান উত্তেজনায় পরিপূর্ণ আর যেভাবে পাঠকদের রহস্যের মধ্যে রেখে তিনি বইটি শেষ করেছেন তাতে পাঠকরা এর পরবর্তী খণ্ড   পড়ার জন্য মুখিয়ে থাকতে বাধ্য।

 

Thriller পড়তে যারা ভালবাসেন তাদের আমি RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASEN NI কিনতে অবশ্যই recommend করব।

আমার  Rating- ★★★1/2 /★★★★

পরিশেষে, পড়শি দেশের লেখক MOHAMMAD NAZIM UDDIN এর লেখা, এটা আমার পড়া প্রথম বই।বলতে কোন দ্বিধা নেই RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASEN NI পড়ে এটার দ্বিতীয় খণ্ড Rabindranath Ekhene Kakhono Asenni তথা মোহাম্মদ নাজিম উদ্দিন এর অন্যান্য বই গুলি পড়ার জন্য প্রবল ইচ্ছে তৈরি হয়েছে। পাঠকদের ও  একবার বইগুলিপরে দেখার জন্য অনুরধ করব। 

কেমন লাগলো আমার এই পাঠপ্রতিক্রিয়া? Comment box এ জানান। এরম আরও পাঠপ্রতিক্রিয়া পেতে BOOKS REVIEWS ব্লগ টি Follow করুন।