CHAKRASAMBARER PUNTHI AVIK SARKAR BENGALI BOOK REVIEW

    সহজিয়া বৌদ্ধধর্মের তন্ত্র উপাসক একটি বিশেষ শাখার আরাধ্য এক ভয়ানক দেবতা চক্রসম্বর। সেই দেবতার নামে উৎসর্গ একটা প্রাচীন পুঁথি, নাম চক্রসম্বরের পুঁথি। সেই পুঁথিতে নাকি আছে মৃত আত্মা কে জাগানোর মত নানা রহস্যজনক গুপ্ত বিদ্যা।  বৌদ্ধধর্মের ঐ বিশেষ শাখার কাছে অতি পবিত্র সেই পুঁথিটাকে যুগ যুগ ধরে রক্ষা করে আসছে আটজন specially trained commando গোছের লোক, 'অষ্টমহাসিদ্ধ'। ঘটনাচক্রে সেই পুঁথি এসে পড়ে নরনারায়ন ভট্টাচার্যের হাতে আর তারপর থেকেই তার জীবনে ঘটতে থাকে একের পর এক বিপদ যাতে তার প্রান পর্যন্ত বিপন্ন হয়। বিপদ থেকে রক্ষা পেতে তিনি স্মরনাপন্ন হন দুই adventure প্রিয় তরুন তাপস আর সুবোধের। এই বিপদের হাত থেকে কি তাপসরা রক্ষা করতে পারবে তাদের প্রিয় নারান জেঠুকে? পড়ুন AVIK SARKAR এর কিশোর গোয়েন্দা উপন্যাস CHAKRASAMBARER PUNTHI এর পাঠপ্রতিক্রিয়া আমার BOOKS REVIEWS BLOG এ। 

বইয়ের নাম- CHAKRASAMBARER PUNTHI/ চক্রসম্বরের পুঁথি

লেখক- AVIK SARKAR/ অভীক সরকার

প্রকাশক- মায়াকানন

প্রধান চরিত্রে- তাপস, সুবোধ, নরনারায়ন ভট্টাচার্য, Inspector  গুরুং, দত্ত সাহেব প্রমুখ 

CHAKRASAMBARER PUNTHI AVIK SARKAR ONLINE BUY AMAZON LINK-


CHAKRASAMBARER PUNTHI AVIK SARKAR BOOK SUMMARY/ চক্রসম্বরের পুঁথি অভীক সরকার কাহিনী সংক্ষেপ 


    নরনারায়ন ভট্টাচার্য একটা প্রাচীন গুপ্ত পুঁথি পায়। পুঁথিটা বাংলায় লেখা। সহজিয়া বৌদ্ধধর্মের  এক বিশেষ শাখা, যারা তন্ত্র বিদ্যায় বিশেষ পারদর্শী, তাদের আরাধ্য এক ভয়ানক দেবতা চক্রসম্বরের নামে উৎসর্গ সেই পুঁথি তাদের কাছে অতি পবিত্র।নানা রকম রহস্যমূলক বিদ্যা যেমন মৃত আত্মাকে জাগানোর পদ্ধতি নাকি লেখা আছে CHAKRASAMBARER PUNTHI তে।যুগ যুগ ধরে সেই পুঁথি অ তার রহস্যকে রক্ষা করে আসছে আট জন commando গোছের specially trained লোক, 'অষ্টমহাসিদ্ধ'।
   
    চক্রসম্বরের পুঁথি টা পাওয়ার কিছুদিন পর ভট্টাচার্য  বাবু গোপন সাংকেতিক ভাষায় লেখা একটা হুমকি চিঠি পান।কিছুটা সন্ত্রস্ত হয়ে তিনি স্মরনাপন্ন হন দুই adventure প্রিয় যুবক সুবোধ আর তাপসের। খবর পাওয়া মাত্র কাল বিলম্ব না করে কলকাতা থেকে তাপসরা সোজা গিয়ে হাজির হয় দারজিলিং এ নরনারায়ন  বাবুর বাড়িতে। নরনারায়ন  বাবু ওদের পুঁথির যাবতীয় খুঁটি-নাটি brief করেন। তিনি আরও বলেন রহস্যজনক তান্ত্রিক বিদ্যার পাশাপাশি CHAKRASAMBARER PUNTHI র ঐতিহাসিক মুল্যও অপরিসীম। পুঁথিটা হল বাংলা সাহিত্যের অন্ধকার যুগের এক ঐতিহাসিক দলিল, চর্যাপদ আর বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তনের মধ্যবর্তী missing link। তাই আন্তর্জাতিক চোরাকারবারির বাজারে এর দর বিশাল।

    CHAKRASAMBARER PUNTHI র মুল্য অনুধাবন করে নরনারায়ন  বাবু একটা বিশেষ জায়গায় সেটাকে লুকিয়ে রেখেছেন। সেটাকে তিনি কাউকে দেখান নি এমনকি বাংলা সাহিত্যের ইতিহাসের expert তার প্রতিবেশী দত্ত সাহেব আর হঠাৎ করে উদয় হওয়া JNU এর Professor যাদব কেও না।ওটা চুরি জাওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় তিনি তাপসদের ডেকে পাঠিয়েছেন যাতে অশুভ লোকের হাত থেকে ওটা বাঁচিয়ে ওরা সেটাকে কলকাতা নিয়ে যায়। ঠিক হয় পরেরদিন নির্দিষ্ট সময়ে পুঁথিটা তাদের কাছে পৌঁছে যাবে এবং তারা কলকাতায় রওনা দেবে। কিন্তু সেদিন রাতেই রহস্যজনক ভাবে নরনারায়ন বাবু , নব নিযুক্ত কাজের লোক সহ নিজের ঘর থেকে নিখোঁজ হয়ে যান। নিখোঁজ হওয়ার আগে সুবোধ দের জন্য রেখে যান একটা হেঁয়ালি ভরা কবিতা।

    কি আছে সেই হেঁয়ালি তে? হেঁয়ালির মর্ম উদ্ধার করে কি তাপসরা তাদের প্রিয় নারান জেঠু আর চক্রসম্বরের পুঁথি টা উদ্ধার করতে পারবে? কারা আছে এসব অঘটনের নেপথ্যে? যুবকদ্বয় কি পারবে তাদের উপযুক্ত স্বাস্তি দিতে? জানতে হলে পরুন  AVIK SARKAR/ অভীক সরকার এর কিশোর গোয়েন্দা উপন্যাস CHAKRASAMBARER PUNTHI/ চক্রসম্বরের পুঁথি।

CHAKRASAMBARER PUNTHI AVIK SARKAR BOOK REVIEW | চক্রসম্বরের পুঁথি অভীক সরকার পাঠপ্রতিক্রিয়া


    AVIK SARKAR এর CHAKRASAMBARER PUNTHI র প্রচ্ছদ টা দেখে মুহূর্তের জন্য চলে গিয়েছিলাম 'ফেলুদার গোয়েন্দাগিরি' বা 'দারজিলিং জমজমাট' এ। অভীক সরকার একদম classic বাংলা detective গল্পের ছলে উপন্যাসটি শুরু করেছেন।অবশ্য এটাকে উপন্যাসিকাও বলা যেতে পারে। গল্প যতই পরিনতি লাভ করেছে রহস্যের ঘনঘটাও তত বেড়েছে।

    অভীক সরকার গোয়েন্দা গল্পের পাশাপাশি এখানে দুটি বিষয় পাঠকদের অবগত করিয়েছেন। আমরা জানি AVIK SARKAR মানেই তন্ত্র আধারিত thriller, কৃষ্ণানন্দ আগমবাগীশের সেই বিখ্যাত উক্তি,"ভালবাসাই হল সবচেয়ে বড় তন্ত্র, সবচেয়ে বড় জাদু"। যদিও তন্ত্র বিদ্যা আধারিত পুঁথি এখানে গল্পের রহস্যের base তবুও আদ্যোপান্ত একটা গোয়েন্দা গল্প হলেও লেখক এখানে তান্ত্রিক বৌদ্ধধর্মের  বিভিন্ন আচার আচরণ এবং দেব দেবীর উল্লেখ করেছেন। 

 এই গল্পটা পড়ার কিছুদিন আগেই PRITAM BASU/ প্রীতম বসু র PANCHMUROR PANCHANANMANGAL/ পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল পড়েছিলাম। (PRITAM BASU/ প্রীতম বসু র PANCHMUROR PANCHANANMANGAL/ পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল এর বিস্তারিত পাঠপ্রতিক্রিয়া পড়ার জন্য click করুন এখানে)। সেখান থেকে জানতে পেরেছিলাম মধ্যযুগের শুরুতে আরব আক্রমনের সময়ে আক্রমণকারিরা বিভিন্ন হিন্দু মন্দির ও বৌদ্ধ মঠ গুলি ধ্বংস করার পাশাপাশি সেখানে থাকা সমস্ত সাহিত্যিক নিদর্শন ও পুঁথি পুড়িয়ে ফেলত। তাদের এইরুপ আচরণের কারন নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ থাকলেও এটা প্রমানিত যে ১২০০- ১৪৫০ খ্রিস্টাব্দে অর্থাৎ চর্যাপদ থেকে  শ্রীকৃষ্ণকীর্তন এর মাঝামাঝি দীর্ঘ সময়ের বাংলা সাহিত্যের কোন উপাদান পাওয়া যায়না। সাহিত্যের নিদর্শনের অভাবে ওই সময়কে বলা হয় বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। AVIK SARKAR এখানে CHAKRASAMBARER PUNTHI কে ওই সময়ের ঐতিহাসিক দলিল হিসেবে introduce করে পাঠকদের অন্ধকার যুগ এর ব্যাপারে জানতে আগ্রহী করেছেন।

    তবে এটা বলতে বাধ্য হচ্ছি কাহিনীর plot টা বেশ সাদামাটা কিছুটা predictable ও বটে। কাহিনীর চরিত্র গুলিও নিজেদের ভূমিকা ঠিক ঠাক ভাবে পালন করতে পারেনি।রহস্য সমাধানের জন্য কিছু কিছু ঘটনা আর চরিত্র লেখক হঠাৎ হঠাৎ করে প্রকট করেছেন যা আমার ভাল লাগেনি। আমার মত যারা অভীক সরকার র তন্ত্র thriller এর ভক্ত এবং এর আগে তার অন্যান্ন বই গুলো পড়েছেন(AVIK SARKAR BOOKS) তারা এখানে typical অভীক সরকার এর লেখার টান টান উত্তেজনার অভাব অনুভব করবেন।

    আমার rating- ★ / 

Conclusion/ পরিশেষে,

    CHAKRASAMBARER PUNTHI/ চক্রসম্বরের পুঁথি র climax টা কিন্তু আমার বেশ লেগেছে। ঠিক শরদিন্দু বাবুর বৈঠকি চালে সব প্রধান চরিত্র গুলিকে একজোট করে আমাদের গোয়েন্দা অপূর্ব deduction দিয়ে সকলের সামনে রহস্যের পরদা ফাঁস করেছেন।আমার মনে হয় কোন এক ছুটির দিনের দুপুরে আহারাদির পর বিছানায় গড়িয়ে এক নিঃশ্বাসে বইটি উপভোগ করতে মন্দ লাগবে না। 

    BOOKS REVIEWS BLOG এর পাঠপ্রতিক্রিয়া গুলি ভাল লাগলে BOOKS REVIEWS BLOG টি FOLLOW করুন। Facebook এ আমার BOOKS REVIEWS BLOG এর সাথে যুক্ত হন এখানে CLICK করে।