TIN BAHU DOSH MUKH ANIRBAN MUKHERJEE BENGALI BOOK REVIEW

    'TIN BAHU DOSH MUKH ANIRBAN MUKHERJEE BENGALI BOOK REVIEW | তিন বাহু দশ মুখ অনির্বাণ মুখার্জী পাঠপ্রতিক্রিয়া' গুপ্ত সম্রাট বিক্রমাদিত্যের সময়ের এক গোপন পুঁথি। প্রাচীন ভারতীয় সভ্যতার অজানা রহস্য উন্মোচনের একমাত্র চাবিকাঠি। যুগ যুগ ধরে যেটার রহস্য রক্ষা করতে বদ্ধপরিকর একটি SECRET SOCIETY। কিন্তু কালের গর্ভে হারিয়ে যাওয়া সেই পুঁথি উদ্ধারের জন্য অধুনা বঙ্গে শুরু হয় দুই দলের মধ্যে এক দ্বৈরথ যাতে নিজেদের অজান্তেই জড়িয়ে পড়ে কিছু নিরীহ মানুষ। কি এমন আছে সেই পুঁথিতে যা সভ্যতার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? পুঁথির গোপনীয়তা রক্ষা করতে কতজন মানুষকে আহুতি দিতে হবে? পুঁথির রক্ষকরা কি পারবেন শেষ পর্যন্ত অশুভ শক্তির হাত থেকে পুঁথির গুপ্ত রহস্য রক্ষা করতে? পড়ুন বাংলায় সম্ভবত প্রথম MYTHOLOGICAL THRILLER, ANIRBAN MUKHERJEE  TIN BAHU DOSH MUKH এর পাঠপ্রতিক্রিয়া আমার BOOKS REVIEWS BLOG এ।

বইয়ের নাম-  TIN BAHU DOSH MUKH/ তিন বাহু দশ মুখ

লেখক- ANIRBAN MUKHERJEE/ অনির্বাণ মুখার্জী

প্রকাশক- Boichoi Publication

প্রধান চরিত্রে- বিক্রমজিৎ, অভিনন্দন, বাবাঠাকুর, প্রধান, চন্দ্রবাবু, প্রফেসর দেবীপ্রসাদ সান্যাল প্রমুখ

TIN BAHU DOSH MUKH ANIRBAN MUKHERJEE ONLINE BUY AMAZON LINK-

TIN BAHU DOSH MUKH ANIRBAN MUKHERJEE book summary/ তিন বাহু দশ মুখ অনির্বাণ মুখার্জী সংক্ষিপ্তসার

        আলিপুর জেলের কুড়ি নম্বর সেল একদা সেই সেলে বন্দী ছিলেন বিখ্যাত বিপ্লবী বারীন ঘোষ শোনা যায় তিনি নাকি ওই সেলে একটি গোপন চিঠি লুকিয়ে রেখে গেছিলেনএক মহামূল্য গুপ্ত পুঁথির হদিস আছে ওই চিঠিতেওই সেল থেকে সেই চিঠি উদ্ধার করার জন্য প্রধান আর চন্দ্রবাবু নিয়োগ করেন লাল সিং নামের এক ধূর্ত অপরাধীকে কিন্ত এক রাত্রে লাল সিং ওই সেলে খুন হয়, মৃত্যুর আগে সেলের দেওয়াল জুড়ে সে এঁকে যায় নানা রকম সাঙ্কেতিক চিহ্ন

আলিপুর চিড়িয়াখানায় একটা news cover করতে গিয়ে আকস্মিক ভাবে একটা প্রাচীন পুঁথি খুঁজে পান দুই তরুন সাংবাদিক বিক্রমজিৎ আর অভিনন্দনপুঁথির মর্ম উদ্ধারের জন্য তারা স্মরনাপন্ন হন প্রখ্যাত পুরাতত্ত্ববিদ প্রফেসর দেবীপ্রসাদ সান্যালেরপ্রোফেসর সান্যাল দুজনকে তার সংগ্রহের একটা পুরনো ডায়েরি দেখান ডায়েরিটা ভাগ্যান্বেষণে ভারতে আসা এক British সৈনিক রিচার্ড ব্যারনের ওই ডায়েরি থেকে জানা যায় যে ওটা কোন সম্পূর্ণ পুঁথি না বরং একটা বিখ্যাত প্রাচীন পুঁথির তিন ভাগের একটি অংশ সেই পুঁথিটা ভারতের ইতিহাসের সব থেকে বড় রহস্যের চাবিকাঠি, যে রহস্য প্রকাশ পেলে পাল্টে যাবে মানব সভ্যতার ইতিহাস এই পুঁথির রহস্য সম্রাট বিক্রমাদিত্যের আমল থেকে রক্ষা করে আসছে একটা SECRET SOCIETY

 এদিকে  বাংলা- ওড়িশা border বর্তমান গুপ্তদলের দলপতি বাবাঠাকুর, পুঁথির অংশটি হারিয়ে যাওয়া নিয়ে ভীষণ উদ্বেগ প্রকাশ করেন আর এর নেপথ্যে এক বিদেশি পুঁজিপতির নির্দেশে গুপ্তদলেরই এক বা একাধিক সদস্য জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেন    
 
             
বিক্রামজিৎ আর অভিনন্দন তাদের সাংবাদিক সুলভ প্রবৃত্তিতে পুঁথির বাকি দুটি অংশের সম্ভাব্য অবস্থান খুঁজে বার করতে সমর্থ হন এবং তা উদ্ধার করতে অগ্রসর হন কিন্তু তারা ভালই বুঝতে পারেন যে কেউ তাদের অলক্ষ্যে সর্বদা তাদের গতি-বিধি অনুশরন করে চলেছে

কারা অনুশরন করছে ওই দুই সাংবাদিক কে? বিক্রমজিৎরা কি পারবেন অশুভ শক্তির দৃষ্টি বাঁচিয়ে পুঁথির বাকি অংশগুলি উদ্ধার করে ওগুলি সঠিক হাতে তুলে দিতে? এই অভিযানে নেমে তাদের আর কি কি বিপদের সম্মুখীন হতে হবে? গুপ্তদলের সদস্যদের আসল পরিচয় কি? গুপ্তদল ছাড়াও আর কারা এই পুঁথি হস্তগত করতে চাইছে? তারা কিভাবেইবা এই গুপ্ত পুঁথির অস্তিত্বের কথা জানতে পারলো? তাহলে কি গুপ্তদলেরই কোনো সদস্য দলে থেকে বিশ্বাসঘাতকতা করছে?


 এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে পড়ুন ANIRBAN MUKHERJEE/ অনির্বাণ মুখার্জী রোমহর্ষক Bengali Mythological Thriller TIN BAHU DOSH MUKH/ তিন বাহু দশ মুখ আমার BOOKS REVIEWS BLOG


TIN BAHU DOSH MUKH ANIRBAN MUKHERJEE BENGALI BOOK REVIEW



TIN BAHU DOSH MUKH ANIRBAN MUKHERJEE book review/ তিন বাহু দশ মুখ অনির্বাণ মুখার্জী পাঠপ্রতিক্রিয়া

    TIN BAHU DOSH MUKH একটি BENGALI MYTHOLOGICAL THRILLER, অর্থাৎ পুরাণ আধারিত রহস্য কাহিনী। বাংলায় এই genre এর বই খুব সম্ভবত প্রথম। বইয়ের মূল কাহিনীটি সত্যিই unique। কাহিনীর শুরু থেকেই আমরা এখানে একটা টান টান উত্তেজনাপূর্ণ stroryline পাই যা লেখক ANIRBAN MUKHERJEE পুরো কাহিনী জুড়ে ধরে রাখতে সক্ষম হয়েছেন। হারানো একটা প্রাচীন পুঁথি, যেটা নিজে থেকেই একটা রহস্য, সেটাকে নিয়ে GANG WAR, গুপ্তদলের ইতিহাস, তার বর্তমান সদশ্যদের গোপনীয়তা, অন্তর্ঘাত, পুঁথি উদ্ধারের অভিযান এই সব নিয়ে একটা রুদ্ধশ্বাস plot, একজন thriller পাঠক একটি উপন্যাসে যা যা খোঁজেন তার সব উপাদান ই তিন বাহু দশ মুখ এ বর্তমান। 

কিন্তু অন্যান্য thriller এর সাথে এর পার্থক্য হলো পূরাণের সাথে মূল কাহিনীর সম্পর্ক। অনির্বাণ মুখার্জী এখানে রহস্য গল্পের ফাঁকে ফাঁকে ভারতীয় পৌরাণিক গাঁথার যে filling ব্যবহার করেছেন তা এই গল্পে আলাদা মাত্রা এনে দিয়েছে। প্রাচীন সনাতন ধর্মের বিভিন্ন চিহ্ন, ভারতীয় উপমহাদেশ থেকে বিভিন্ন মানব গোষ্ঠীর উৎপত্তি, প্রাচীন হিন্দু ধর্মের তিন প্রধান দেবতা ব্রহ্মা- বিষ্ণু- মহেশ্বর এর সাথে আদি বৈদিক যুগের বর্ন ব্যবস্থার যোগাযোগ সম্পর্কে লেখক তার যে মৌলিক theory এখানে ব্যক্ত করেছেন তার সত্যতা সম্পর্কে সন্দেহের অবকাশ থাকলেও পূরানের সাথে History আর Anthropologyর যে অভূতপূর্ব মেলবন্ধন তিনি ঘটিয়েছেন তা নিঃসন্দেহে কৃতিত্বের দাবী রাখে। 

পূরাণ ছাড়াও ভারত তথা বাংলার প্রাচীন, মধ্য এবং আধুনিক যুগের ইতিহাস, ভূতত্ত্ব ও মহাকাশ বিদ্যার বিভিন্ন তথ্য গল্পের আকারে লেখক আমাদের বলেছেন তাতে বোঝাই যায় বইটি লেখার জন্য তাকে বিস্তর লেখা পড়া করতে হয়েছে। বইটার আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ হলো এর illustration গুলি। গোটা বই জুড়ে বিভিন্ন পাতায় ঘটনা সম্পর্কিত যে চিত্র গুলি পরিবেশিত হয়েছে সেগুলিও কিন্তু কাহিনীর এ অংশ তাই ওগুলোও কোনোভাবে skip করা চলবে না। গল্পের প্রধান চরিত্রগুলোকে যথোপযুক্ত ব্যবহার করেছেন অনির্বাণ বাবু এবং সবাই নিজের ভূমিকায় সফল উত্তীর্ণ হয়েছেন। পুরো গল্পের মতোই এর climax টিও টান টান উত্তেজনায় পরিপূর্ণ এবং কাহিনী যেভাবে শেষ হয়েছে তাতে পাঠকরা TIN BAHU DOSH MUKH এর sequel এর প্রত্যাশা রাখতেই পারেন। আমার বলতে কোনোই দ্বিধা নেই যে পুরো বইটিতে কোথাও আমি কোনো দুর্বলতা খুঁজে পাইনি যা আমার ভালো লাগেনি।

TIN BAHU DOSH MUKH ANIRBAN MUKHERJEE BENGALI BOOK REVIEW



 আমার Rating- ★★/ 

CONCLUSION/ পরিশেষে

AMISH TRIPATHISHIVA TRILOGY পড়ে পৌরাণিক কাহিনী অবলম্বনে লেখা উপন্যাস পড়ার প্রতি আগ্রহ জন্মায়। বিদেশী এবং দেশীয় ইংরেজি সাহিত্যে এরম অনেক বই থাকলেও বাংলায় কিন্তু এইরূপ বই একেবারেই বিরল। আমার মতে এক্ষেত্রে ANIRBAN MUKHERJEEর TIN BAHU DOSH MUKH একটি মাইলফলক হতে পারে এবং ভবিষ্যতের লেখকদের এই genre র উপন্যাস লিখতে অনুপ্রাণিত করতে পারে। তাই আমার BOOKS REVIEWS BLOG এর পাঠকদের STRICTLY RECOMMEND করবো বইটি পড়ার।
TIN BAHU DOSH MUKH ANIRBAN MUKHERJEE BENGALI BOOK REVIEW



কেমন লাগলো এই পাঠপ্রতিক্রিয়াটি? Comment সেকশন এ জানান। আরো নতুন নতুন বইয়ের পাঠপ্রতিক্রিয়া পেতে BOOKS REVIEWS BLOG টি FOLLOW করুন। আমার সাথে Facebook এ যুক্ত হন নিচের লিঙ্কটি click করে


আরো পড়ুন

'RABINDRANATH EKHANE KOKHONO KHETE ASEN NI/ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি', ঢাকা থেকে বেশ দূরে সুন্দরপুর নামক মফঃস্বলের একটা resturant এর নাম। যেমন অদ্ভুত নাম, তেমনি রহস্যময় এই restaurant এর পরিবেশ এবং এর মালকিনের চরিত্র। নিছকই গ্রাহক অকৃষ্ট করার পন্থা? নাকি এই অদ্ভূত নামের আড়ালে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? পড়ুন MOHAMMAD NAZIM UDDIN/ মোহাম্মদ নাজিম উদ্দিন এর রোমহর্ষক BENGALI SUSPENSE THRILLER টির পাঠপ্রতিক্রিয়া আমার BOOKS REVIEWS ব্লগ এ।