'TIN BAHU DOSH MUKH ANIRBAN MUKHERJEE BENGALI BOOK REVIEW | তিন বাহু দশ মুখ অনির্বাণ মুখার্জী পাঠপ্রতিক্রিয়া' গুপ্ত সম্রাট বিক্রমাদিত্যের সময়ের এক গোপন পুঁথি। প্রাচীন ভারতীয় সভ্যতার অজানা রহস্য উন্মোচনের একমাত্র চাবিকাঠি। যুগ যুগ ধরে যেটার রহস্য রক্ষা করতে বদ্ধপরিকর একটি SECRET SOCIETY। কিন্তু কালের গর্ভে হারিয়ে যাওয়া সেই পুঁথি উদ্ধারের জন্য অধুনা বঙ্গে শুরু হয় দুই দলের মধ্যে এক দ্বৈরথ যাতে নিজেদের অজান্তেই জড়িয়ে পড়ে কিছু নিরীহ মানুষ। কি এমন আছে সেই পুঁথিতে যা সভ্যতার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে? পুঁথির গোপনীয়তা রক্ষা করতে কতজন মানুষকে আহুতি দিতে হবে? পুঁথির রক্ষকরা কি পারবেন শেষ পর্যন্ত অশুভ শক্তির হাত থেকে পুঁথির গুপ্ত রহস্য রক্ষা করতে? পড়ুন বাংলায় সম্ভবত প্রথম MYTHOLOGICAL THRILLER, ANIRBAN MUKHERJEE র TIN BAHU DOSH MUKH এর পাঠপ্রতিক্রিয়া আমার BOOKS REVIEWS BLOG এ।
বইয়ের নাম- TIN BAHU DOSH MUKH/ তিন বাহু দশ মুখ
লেখক- ANIRBAN MUKHERJEE/ অনির্বাণ মুখার্জী
প্রকাশক- Boichoi Publication
প্রধান চরিত্রে- বিক্রমজিৎ, অভিনন্দন, বাবাঠাকুর, প্রধান, চন্দ্রবাবু, প্রফেসর দেবীপ্রসাদ সান্যাল প্রমুখ
TIN BAHU DOSH MUKH ANIRBAN MUKHERJEE ONLINE BUY AMAZON LINK-
TIN BAHU DOSH MUKH ANIRBAN MUKHERJEE book summary/ তিন বাহু দশ মুখ অনির্বাণ মুখার্জী সংক্ষিপ্তসার
আলিপুর জেলের কুড়ি নম্বর সেল। একদা সেই সেলে বন্দী ছিলেন বিখ্যাত বিপ্লবী বারীন ঘোষ। শোনা যায় তিনি নাকি ওই সেলে একটি গোপন চিঠি লুকিয়ে রেখে গেছিলেন।এক মহামূল্য গুপ্ত পুঁথির হদিস আছে ওই চিঠিতে।ওই সেল থেকে সেই চিঠি উদ্ধার করার জন্য প্রধান আর চন্দ্রবাবু নিয়োগ করেন লাল সিং নামের এক ধূর্ত অপরাধীকে। কিন্ত এক রাত্রে লাল সিং ওই সেলে খুন হয়, মৃত্যুর আগে সেলের দেওয়াল জুড়ে সে এঁকে যায় নানা রকম সাঙ্কেতিক চিহ্ন।
এদিকে বাংলা- ওড়িশা borderএ বর্তমান গুপ্তদলের দলপতি বাবাঠাকুর, পুঁথির অংশটি হারিয়ে যাওয়া নিয়ে ভীষণ উদ্বেগ প্রকাশ করেন আর এর নেপথ্যে এক বিদেশি পুঁজিপতির নির্দেশে গুপ্তদলেরই এক বা একাধিক সদস্য জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেন।
বিক্রামজিৎ আর অভিনন্দন তাদের সাংবাদিক সুলভ প্রবৃত্তিতে পুঁথির বাকি দুটি অংশের সম্ভাব্য অবস্থান খুঁজে বার করতে সমর্থ হন এবং তা উদ্ধার করতে অগ্রসর হন। কিন্তু তারা ভালই বুঝতে পারেন যে কেউ তাদের অলক্ষ্যে সর্বদা তাদের গতি-বিধি অনুশরন করে চলেছে।
কারা অনুশরন করছে ওই দুই সাংবাদিক কে? বিক্রমজিৎরা কি পারবেন অশুভ শক্তির দৃষ্টি বাঁচিয়ে পুঁথির বাকি অংশগুলি উদ্ধার করে ওগুলি সঠিক হাতে তুলে দিতে? এই অভিযানে নেমে তাদের আর কি কি বিপদের সম্মুখীন হতে হবে? গুপ্তদলের সদস্যদের আসল পরিচয় কি? গুপ্তদল ছাড়াও আর কারা এই পুঁথি হস্তগত করতে চাইছে? তারা কিভাবেইবা এই গুপ্ত পুঁথির অস্তিত্বের কথা জানতে পারলো? তাহলে কি গুপ্তদলেরই কোনো সদস্য দলে থেকে বিশ্বাসঘাতকতা করছে?
এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে পড়ুন ANIRBAN MUKHERJEE/ অনির্বাণ মুখার্জী র রোমহর্ষক Bengali Mythological Thriller TIN BAHU DOSH MUKH/ তিন বাহু দশ মুখ আমার BOOKS REVIEWS BLOG এ।
TIN BAHU DOSH MUKH ANIRBAN MUKHERJEE book review/ তিন বাহু দশ মুখ অনির্বাণ মুখার্জী পাঠপ্রতিক্রিয়া
TIN BAHU DOSH MUKH একটি BENGALI MYTHOLOGICAL THRILLER, অর্থাৎ পুরাণ আধারিত রহস্য কাহিনী। বাংলায় এই genre এর বই খুব সম্ভবত প্রথম। বইয়ের মূল কাহিনীটি সত্যিই unique। কাহিনীর শুরু থেকেই আমরা এখানে একটা টান টান উত্তেজনাপূর্ণ stroryline পাই যা লেখক ANIRBAN MUKHERJEE পুরো কাহিনী জুড়ে ধরে রাখতে সক্ষম হয়েছেন। হারানো একটা প্রাচীন পুঁথি, যেটা নিজে থেকেই একটা রহস্য, সেটাকে নিয়ে GANG WAR, গুপ্তদলের ইতিহাস, তার বর্তমান সদশ্যদের গোপনীয়তা, অন্তর্ঘাত, পুঁথি উদ্ধারের অভিযান এই সব নিয়ে একটা রুদ্ধশ্বাস plot, একজন thriller পাঠক একটি উপন্যাসে যা যা খোঁজেন তার সব উপাদান ই তিন বাহু দশ মুখ এ বর্তমান।




Post a Comment
Post a Comment
Thank you for your comments. Please do not use spams, abusive language in your comment.