PANCHMUROR PANCHANANMANGAL PRITAM BASU BENGALI BOOK REVIEW

    বাংলা সাহিত্যের অন্ধকার যুগের (১২০০- ১৪৫০ খ্রিস্টাব্দ) একটি মঙ্গলকাব্যের পঙক্তি খোদাই করা দেওয়ালের কিছু অংশ হঠাৎ করেই বাংলার এক অজপাড়াগাঁ পাঁচমুড়োর একটা বিলের জলের তলায় পাওয়া যায়। Expert দের মতে ওই ধরনের মঙ্গলকাব্যের প্রতিটি লাইনে নাকি ভগবানের স্তুতিগানের আড়ালে লুকিয়ে আছে বিভিন্ন রহস্যজনক বৈজ্ঞানিক সূত্র। কি আছে ঐ পঞ্চাননমঙ্গল এর কাব্যের হেঁয়ালিতে, যা হস্তগত করার জন্য শুধু দেশীয় প্রবঞ্চক রাই নয়, রহস্যজনক বিদেশী শক্তিও মেতেছে এক হিংস্র মারন খেলায়? পড়ুন PRITAM BASU এর PANCHMUROR PANCHANANMANGAL এর পাঠপ্রতিক্রিয়া আমার BOOKS REVIEWS BLOG এ আর অংশগ্রহন করুন এই ইতিহাস আশ্রিত BENGALI THRILLER এর রুদ্ধশ্বাস adventure এর roller coaster এ।

    বইয়ের নাম- PANCHMUROR PANCHANANMANGAL/ পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল
    
    লেখক- PRITAM BASU/ প্রীতম বসু

    প্রকাশক- SELF PUBLICATION

    প্রধান চরিত্রে- সদানন্দ ভট্টাচার্য, কালাচাঁদ, বদন, হরু ঠাকুর, ডক্টর ধাড়া, শেখ আল-খোয়ারিজমি প্রমুখ। 

    PANCHMUROR PANCHANANMANGAL PRITAM BASU ONLINE BUY READ BENGALI BOOKS LINK-
    https://readbengalibooks.com/index.php/panchmuror-panchananmangal.html

PANCHMUROR PANCHANANMANGAL PRITAM BASU BOOK SUMMARY/ পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল প্রীতম বসু সংক্ষিপ্তসার

    PANCHMUROR PANCHANANMANGAL PRITAM BASU BENGALI BOOK REVIEW | পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল প্রীতম বসু পাঠপ্রতিক্রিয়া, পাঁচমুড়োর ভূতপূর্ব জমিদার বড়িতে একটা পুরনো পুঁথির deal করতে উপস্থিত হন London এর এক Private Museum এর মালিক ড. ধাড়া আর পুঁথির চোরাকারবারি কালাচাঁদ। বাড়ির মালিক সদানন্দ ভট্টাচার্য সেখানে ড. ধাড়াকে একটি প্রাচীন শিলালিপি দেখান। পাঁচমুড়োর লোককথা  মতে, প্রাচীন স্লেট পাথরে লেখা ঐ শিব বন্দনা গুলি নাকি গ্রামের প্রাচীন পঞ্চানন মন্দিরের দেওয়ালের অংশ।
মধ্যযুগে আরব আক্রমণকারীরা সেই মন্দির ধ্বংস করতে উদ্যত হলে এক রাতের মধ্যে মন্দিরটি হাওয়ায় মিলিয়ে যায়।

    ঠিক এই সময়ে জমিদার বাড়িতে খবর আসে যে গ্রামের চয়নবিলের জলের নিচের থেকে ঠিক ঐরকম কবিতা লেখা আরও কিছু পাথর পাওয়া গেছে।

    সেদিন বাড়ি ফিরে কালাচাঁদ চোর কবিতার পঙক্তিগুলো সাকরেদ হরু ঠাকুর আর তার ভাগ্নে বদনকে দেখায়। বদন Computer Engineer এবং গণিত চর্চাই হল তার একমাত্র নেশা। ছড়ার লাইনগুলো দেখেই সে বলে যে ঐগুলো শুধুই ইশ্বরের স্তুতিগান নয়, dual meaning কাব্যের আড়ালে তাতে লুকোনো আছে বিভিন্ন কঠিন গানিতিক সূত্র যা সেই সময়ের লোকেদের পক্ষে জানা প্রায় অসম্ভব ছিল।

    কালাচাঁদ, ভট্টাচার্য মশাইকে কবিতাগুলির সাথে অঙ্কের সম্পর্কের কথা বললে তিনি শিহরিত হয়ে ওঠেন। তাহলে এতদিন ধরে শুনে আসা বাবা পঞ্চাননের মন্দিরেরে myth কি সত্য? আর ঐ মন্দিরেই কি লোকানো ছিল পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল (PANCHMUROR PANCHANANMANGAL)

    বখ্ তিয়ার খিলজির হাত ধরে বাংলায় মুসলমান আক্রমনের সূচনা হয়। আক্রমণকারীরা একের পর এক হিন্দু মন্দির আর বৌদ্ধমঠ ধ্বংস করার সময় জ্বালিয়ে দেয় সেসব জায়গায় সংরক্ষিত হাজার হাজার পুঁথি। এই কারনে ঐ সময়ের বাংলা সাহিত্যের কোন দলিল আমরা পাইনা। সাহিত্যের উপাদানের অপ্রতুলতার কারনে ভাষাবিদরা ঐ সময়টাকে 'বাংলা সাহিত্যের অন্ধকার যুগ' বলেন। PANCHMUROR PANCHANANMANGAL ঐ সময়েরই রচনা এবং আক্রমনকারিদের কাছে ওটা ছিল 'শয়তানের পুঁথি'। পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল ধ্বংস করার জন্য মরিয়া আক্রমণকারীরা একদিন পাঁচমুড়োর পঞ্চানন মন্দির আক্রমন করলে, গ্রামে গিয়ে দেখে মন্দির গায়েব, এক রাতের মধ্যে মন্দিরটি হাওয়ায় মিলিয়ে গেছে।

    একটা দুর্লভ ঐতিহাসিক দলিল হওয়ার সুবাদে PANCHMUROR PANCHANANMANGAL এর আন্তর্জাতিক বাজারদর আকাশছোঁয়া।যেকোনো মুল্যের বিনিময়ে ঐ পুঁথি পাওয়ার জন্য পাগল হয়ে ওঠে ড. ধাড়ার এক সৌদির client  শেখ আল-খোয়ারিজমি। প্রথম সাক্ষাতেই কালাচাঁদরা বুঝতে পারেন যে সেই শেখ ঠিক সুবিধার লোক নয়। সাংঘাতিক হিংস্র সেই শেখ সাতদিনের মধ্যে পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল তার কাছে হাজির করতে কালাচাঁদকে আদেশ দেয়,অন্যথা সে কালাচাঁদ আর ওর সাথীদের দুনিয়া থকে সরিয়ে দেবে বলে শাসায়। 

    কালাচাঁদ কি পারবে PANCHMUROR PANCHANANMANGAL শেখের হাতে তুলে দিয়ে নিজের আর সঙ্গীদের প্রান বাঁচাতে? কে এই হিংস্র শেখ আল-খোয়ারিজমি? নিছকই প্রত্নতাত্ত্বিক উপদানের আগ্রহ না অন্য কোন উদ্দেশ্য আছে তার ঐ পুঁথি গুলো হাসিলের নেপথ্যে? কেন বৈদেশিক আক্রমণকারীরা নষ্ট করে দিত বাংলা তথা ভারতের সব সাহিত্যের নথি? কি ছিল পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল এর ইতিহাস? কিভাবে এক রাতের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল একটা গোটা মন্দির? 

    সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে PRITAM BASU/ প্রীতম বসু র ইতিহাস আশ্রিত BENGALI THRILLER PANCHMUROR PANCHANANMANGAL/ পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল এ।       

PANCHMUROR PANCHANANMANGAL PRITAM BASU BENGALI BOOK REVIEW


    

PANCHMUROR PANCHANANMANGAL PRITAM BASU BOOK REVIEW | পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল প্রীতম বসু পাঠপ্রতিক্রিয়া


    PANCHMUROR PANCHANANMANGAL নামটা শুনলেই মনে হতে পারে কোন পাঁচালির কথা বলছি। কিন্তু এই সেকেলে নামের আড়ালে যে এমন একটা রোমহর্ষক BENGALI THRILLER লুকিয়ে রেখেছেন লেখক PRITAM BASU তা বইটা না পড়লে বোঝা যাবেনা। 
    
    Classic thriller ধর্মী উপন্যাসের মতই কাহিনীর একদম প্রাক্ কথন থেকেই এখানে টান টান রহস্যের সুত্রপাত। কাহিনীর যতই বয়স বেড়েছে রহস্যের ঘনঘটা ততই প্রবল হয়েছে। 

    প্রীতম  বাবু এখানে কাহিনীর আধার হিসেবে বেঁছে নিয়েছেন মধ্যযুগের বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য কে। মঙ্গলকাব্য নিয়ে রহস্যের জাল বোনার পাশাপাশি তিনি গল্পে সময়ের সাথে সাথে বাংলা সাহিত্যের অক্ষরমালার বিবর্তন, বিভিন্ন কাব্যের ছন্দের প্রকৃতি, ব্যাকরন এর ময়না তদন্ত করতে করতে বিধি মেনে একটা গোটা মঙ্গল কাব্যই লিখে ফেলেছেন। শুধু তাই নয় পঞ্চাননমঙ্গল  এর কবিতার লাইনগুলির মধ্যে যেভাবে তিনি Pi এর মান, PYTHAGORAS এর উপপাদ্যের মত কঠিন গানিতিক সূত্র লুকিয়েছেন এবং Jigsaw Puzzle এর মত সেগুলিকে কাহিনীর filler হিসেবে ব্যাবহার করেছেন তা নিঃসন্দেহে কৃতিত্বের দাবি রাখে। 

    ভারতবর্ষে প্রথম কামান ব্যাবহারের কৃতিত্ব , পূর্ববঙ্গের লোকের নৌ- বিদ্যায় পারদর্শিতা, কালাজ্বরের ঔষধ আবিষ্কার বিভিন্ন বাঙ্গালীর গৌরবের আখ্যান ও আছে পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল এ। এক কথায় fact আর fiction এর এত সুন্দর মেলবন্ধন এখানে আছে যা খুব কম গল্পেই দেখতে পাওয়া যায়। 

    বলতে বাধ্য হচ্ছি যে এরম একটা জমজমাট রহস্যের পরিসর তৈরি করেও PRITAM BASU শেষটায় কিন্তু আশাহত করলেন। আমার মতে অনেকটা তাড়াহুড়ো করেই তিনি গল্পের ইতি টানলেন। তবে সংক্ষিপ্ত হলেও climax টা পাঠকদের খারাপ লাগবে না।

    আমার rating- ★★1/2 /

    Conclusion/ পরিশেষে, এই বইটা পড়ার ঠিক আগেই ANIRBAN MUKHERJEE BENGALI MYTHOLOGICAL THRILLER TIN BAHU DOSH MUKH TIN BAHU DOSH MUKH ANIRBAN MUKHERJEE BENGALI BOOK REVIEW | তিন বাহু দশ মুখ অনির্বাণ মুখার্জী পাঠপ্রতিক্রিয়া পড়তে এখাণে CLICK করুন) পড়েছিলাম। পাঁচমুড়োর পঞ্চাননমঙ্গল এর মত সেখানেও আমরা দেখতে পাই পৃথিবীর সব থেকে বেশি বৈচিত্রময় দেশ ভারতীয় উপমহাদেশের গর্ভে কতই না রহস্য লোকানো আছে। তাই PRITAM BASU র PANCHMUROR PANCHANANMANGAL পড়লে আপনারা ভাবতে বাধ্য যে কি কারনে বিদেশী আক্রমণকারীরা নির্বিচারে ধ্বংস করতো আমাদের সাহিত্যের সব নিদর্শন, নিছকই বিজয় উল্লাসে নাকি PRITAM BASU নির্দেশিত গভীর ষড়যন্ত্র ছিল এর নেপথ্যে? তাই পাঠকদের অনুসন্ধিৎসু সত্তা কে উসকে দেবার জন্য আমি highly recommend করব বইটি সংগ্রহ করতে।

    বইটি অবশ্যই পড়ুন আর কেমন লাগলো তা comment box এ জানান। এরম আরও পাঠপ্রতিক্রিয়া পেতে আমার BOOKS REVIEWS BLOG টি FOLLOW করুন। Facebook এ আমার BOOKS REVIEWS BLOG এর সাথে যুক্ত হওয়ার জন্য এখানে CLICK করুন।